ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

এসআইবিএল’র কাফরুল শাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ২৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর ১৫০তম শাখা রাজধানীর কাফরুলে কার্যক্রম শুরু করেছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর জনাব মো. আনোয়ারুল আজিম আরিফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইদুর রহমান ও মো. কামাল উদ্দিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা। এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, ঢাকা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি