ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

এসআইবিএল এর উদ্যোগে হজযাত্রীদের মেট্রেস ফোম প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর উদ্যোগে গত শনিবার আশকোনায় হজক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের ব্যবহারের জন্য মেট্রেস প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসআইবিএল-এর পব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী হজক্যাম্পের পরিচালক ও উপসচিব মো. সাইফুল ইসলাম এর নিকট উক্ত মেট্রেসসমূহ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ এবং শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের এসএভিপি ও মুরাকিব মো. মাহফুজুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য নির্বাহীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পরিপালনে এসআইবিএল সর্বদাই তৎপর। তিনি হজযাত্রীদের সার্বিক সুযোগ সুবিধা প্রদানসহ বিভিন্ন ধরনের সেবার পরিধি আগামীতে আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি