ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

এসএসসি ও সমমানের পরীক্ষা: ১০৭ প্রতিষ্ঠানের সবাই ফেল

প্রকাশিত : ১২:৩৪, ৬ মে ২০১৯ | আপডেট: ১২:৩৬, ৬ মে ২০১৯

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সোমবার সকাল সাড়ে ১০টায়। এবারের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ।

ফলাফলে জানা যায়, ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। তবে গত বছরের তুলনায় কমেছে দুটি প্রতিষ্ঠান।

শূন্য শতাংশ পাসের হার রাজশাহীতে ১, যশোরে ১, বরিশালে ২ এবং দিনাজপুরে ১টি প্রতিষ্ঠানে। এছাড়া, কারিগরি শিক্ষাবোর্ডে ৪৩ এবং মাদরাসা বোর্ডের ৫৯টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছেন।

শূন্য ভাগ পাস প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সে সব প্রতিষ্ঠানের বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এর পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি