ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে জেনোয়া

প্রকাশিত : ১৫:৫৩, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৫৩, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সিরি আ ফুটবলে জেনোয়া জয় পেয়েছে। শিরোপা প্রত্যাশী এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। নিজেদের মাঠে শুরু থেকেই মিলানের উপর চড়াও হয় জেনোয়া। ১১ মিনিটে নিকোভিচের গোলে এগিয়ে যায় তারা। এপর ৮০ মিনিটে আত্মঘাতী গোল হলে ব্যবধান বেড়ে দাড়ায় ২-০ তে। এর ৬ মিনিট পর পাভোলেত্তি গোল করলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় জেনোয়ার। এ জয়ে ৯ খেলা থেকে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বর স্থানে রয়েছে জেনোয়া আর ১০ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এসি মিলান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি