ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ওয়ারফেজের গানে মুখরিত হলো চবি ক্যাম্পাস

চবি প্রতিনিধি:

প্রকাশিত : ২২:০৩, ১৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাহাড়ঘেরা ক্যাম্পাসে ওয়ারফেজের আগমন। মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলা। ওয়ারফেজ আসবে একথা শুনে কি কেউ বসে থাকতে পারে? তাই ক্যাম্পাস বন্ধ থাকলেও গানের সুরে মেতে উঠতে ছুটে এসেছেন শহর ও হলের শিক্ষার্থীরা।

প্রথমেই আইয়ুব বাচ্চুর স্মরণে `সেই তুমি কেন অচেনা হলে` গান দিয়ে শুরু হয়। এরপর ‘এই মুখরিত জীবনের চলার পথে’, ‘ও বন্ধু তোকে মিস করছি ভীষণ’ এসব গান মাতিয়ে তোলে সবাইকে। শুধু শিক্ষার্থীরাই নয়, পুরো বন্ধ ক্যাম্পাস যেন মেতে ওঠে ওয়ারফেজেরগানে। যার পরিসমাপ্তি হয় সন্ধ্যা নামার অনেক পরে।

এর আগে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয় গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব। উৎসবকে উপলক্ষ করে আয়োজিত দুই দিনব্যাপি নানা কর্মসূচির অংশ হিসেবে ১ম দিন বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, স্থানীয় শিল্পী ও জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ গান পরিবেশন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং উদ্বোধক হিসেবে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি