ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

কক্সবাজারে দুর্বৃত্তের হামলায় বৌদ্ধ ভিক্ষু আহত

প্রকাশিত : ১৬:৩৪, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৩৪, ১৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারে উথেনদিতা মহাথের নামে এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের উইমাচারা বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে। ঘটনায় উঠে এসছে তারই এক অনুসারির নাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৌদ্ধ মন্দিরের নিয়ন্ত্রণ নিয়ে বৌদ্ধ ভান্তে উথেনদিতার সঙ্গে মংঅং রাখাইনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উথেনদিতাকে মাথায় ও হাতে কুপিয়ে পালিয়ে যায় মংঅং। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। আহত উথেনদিতার মাথায় গুরুতর জখম হওয়ায় তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক। এদিকে পলাতক মংঅং রাখাইনকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি