ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’ উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৮, ২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’  পালিত হয়েছে। জাতীয় ও নিজস্ব শান্তির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শনিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
 
এসময় উপস্থিত ছিলেন মণিপুরী সাহিত্য সংসদ এর সভাপতি কবি এ কে শেরাম, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক এল জয়ন্ত কুমার সিংহ, মনিপুরি জাদুঘরের এর পরিচালক হামোম তনুবাবু ও ইমা বাংলাদেশ এর চেয়ারম্যান কবি খোইরম ইন্দ্রজিৎ।

এর আগে বন দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় নতুন ফসল দিয়ে রান্না করা খাবার। পরে বের হয় নববর্ষের আনন্দে শোভাযাত্রা।

হামহাম তনুবাবু জানান, ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মণিপুরীদের নিজস্ব একটি বর্ষ গণনারীতি রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসেবে ৩৪২০তম বর্ষ আজ শনিবার থেকে শুরু হয়েছে। 

এছাড়াও এই উপলক্ষ্যে আয়োজন করাহয় মনিপুরি সম্প্রদায়ের আরও বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালার।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি