ঢাকা, শনিবার   ২৪ অক্টোবর ২০২০, || কার্তিক ১০ ১৪২৭

Ekushey Television Ltd.

করোনায় বন্ধ কলেজ, মাঠে সবজি চাষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২ ১৮ সেপ্টেম্বর ২০২০

করোনায় বন্ধ থাকার কারণে মৌলভীাবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখানে হাজী আব্দর গফুর স্কুল এন্ড কলেজ মাঠে ও পরিত্যাক্ত জমিতে সবজি চাষ করেছেন শিক্ষকরা। ইতিমধ্যে এই সবজি উত্তোলনও শুরু হয়েছে। আর ব্যতিক্রমী এ উদ্যোগের ফলে উপজেলা জুড়ে সুনাম কুড়ানোসহ ও অনুকরণীয় হয়েছেন তারা। 

গত মার্চ থেকে স্কুল ও কলেজ বন্ধ। ফলে অলস সময় পার করছেন এ কলেজের শিক্ষকরা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পরিকল্পনা করেন বিদ্যালয়ের পরিত্যাক্ত জমিতে সবজি চাষের। আর সে অনুযায়ী ম্যানেজিং কমিটির অনুমতি নিয়ে শুরু করেন সবজি চাষ। তার সহযোগিতায় এগিয়ে আসেন বিদ্যালয়ের অনান্য শিক্ষকরাও। 

প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ জানান, ‘লাল তীর সীডের বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তীর কাছ থেকে পরামর্শ নিয়ে  সবজি চাষ শুরু করি। চাষকৃত সবজির মধ্যে রয়েছে বেগুন, লাল শাক, মুলা, পেঁপে, কাচামরিচ, পুই শাক, লাউ, কুমড়া, সিম, করলা, ঝিঙে ও বড়বটিসহ আরও বেশ কয়েক জাতের মৌসুমী সবজি।’

বিষয়টি নজর কাড়ে জেলা কৃষি বিভাগ ও আন্তর্জাতিক বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান লাল তীর সীড লিমিটের কর্তৃপক্ষসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের।

লাল তীর সীডের উদ্যোগে গত বুধবার এই ব্যতিক্রমী সবজির মাঠ পরিদর্শন করেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ লুৎফুন বারী, মাল্টিমোড গ্রুফের পরিচালক তাজওয়ার এম আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াছমিয়ন মোনালিসা সুইটি, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, লালতীর সীডের বিভাগীয় পরিচালক তাপস চক্রবর্তী ও আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ গোলাম আজম।  

এ সময় সবজি চাষের মূল উদ্যোক্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের সভাপতিত্বে এলাকার কৃষক, শিক্ষক,  শিক্ষার্থী ও অভিবাকদের দিয়ে অনুষ্ঠিত হয় এক অবহিতকরণ সভা। 

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি জানান, ‘সবজি চাষে এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এ অঞ্চলে বৃহৎ আকারে স্কুলে সবজি চাষ এটাই প্রথম। তবে লকডাউন শেষে স্কুল খুলে যাওয়ার পর মাঠের বাহিরে পরিত্যাক্ত জমিতে সবজি চাষ অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।’

তিনি বলেন, ‘প্রয়োজনে শিক্ষার্থীদের দিয়ে সাপ্তাহে একদিন কিছু সময় কাজ করানো যেতে পারে। এতে শিক্ষার্থীরা সবজি চাষের নিয়ম শিখবে এবং বড় হয়ে চাষে উদ্বুদ্ধ হবে।’

প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ আরো জানান, ‘গত জুন থেকে লাল তীরের কাছ থেকে বিভিন্ন জাতের বীজ নিয়ে এই সবজি চাষ শুরু করা হয়। ইতিমধ্যে সবজি উত্তোলণও শুরু হয়েছে। সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও আশে পাশের লোকজনকে বিতরণ করে বেশ কিছু বিক্রিও করা হয়েছে। শ্রমিক ও মাঠ খরচ বাদে বাকি টাকা স্কুল ফান্ডে জমা করা হবে।’

এ সময় সিন্দুর খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল জানান, ‘শুধু সবজি নয় স্কুল বন্ধ থাকায় অবসর সময় কাজে লাগাতে বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন প্রজাতির দুই হাজারেও অধিক ফলজ, ভেষজ ও বনজ বৃক্ষ রোপণ করেন।’

মাঠ পরিদর্শনে আসা মাল্টিমোড গ্রুফের পরিচালক তাজওয়ার এম আউয়াল বলেন, ‘লাল তীরের বীজ দিয়ে ব্যতিক্রমী এই সবজি চাষের খবর পেয়ে মাঠ পরিদর্শন করেছি। এটি সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।’ 

এ মহতি উদ্যোগের জন্য লাল তীর সীডের পক্ষ থেকে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে উপহার তুলে দেন। এ সময় মাল্টিমোড গ্রুফের পরিচালক তাজওয়ার এম আউয়াল ও পরামর্শ দিয়ে সহায়তার জন্য মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুন বারীকে সম্মাননা স্মারক তুলে বিদ্যালয় কর্তৃপক্ষ।’
এআই//


New Bangla Dubbing TV Series Mu
New Bangla Dubbing TV Series Mu

© ২০২০ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি