কর্মবিরতি স্থগিত, রাতেই চালু হচ্ছে মেট্রো রেল
প্রকাশিত : ২১:০১, ১২ ডিসেম্বর ২০২৫
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে মেট্রোরেল কর্মীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকেই মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে। উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে সাময়িক ভোগান্তির জন্য যাত্রীদের প্রতি আন্তরিক দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা।
এর আগে মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে বিপাকে পড়েছেন যাত্রীদের।
স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এ সকাল সাতটা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। এ কারণে মেট্রোরেলের যাত্রীসেবায় বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দেয়।
এমআর//
আরও পড়ুন










