কর্মস্থলের উদ্দেশ্যে ফেরা শুরু হলেও ফাঁকা গাজীপুরের মহাসড়ক
প্রকাশিত : ১৩:৩১, ১২ জুলাই ২০২২

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজ কর্মস্থলে ফেরা মানুষের তেমন ভিড় দেখা যায়নি। যেকারণে গন্তব্যে কোন ভোগান্তি ছাড়াই ফিরতে শুরু করেছেন লোকজন । ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বলতে গেলে প্রায় ফাঁকা ।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, কালিয়াকৈর বাইপাস ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা এলাকায় ঈদে বাড়ি যাওয়া লোকজন ফিরতে দেখা গেছে ।
তবে ফেরা লোকজনদের সংখ্যা অন্য সময়ের চেয়ে কম। লোকজন ফেরা শুরু হলেও মহাসড়ক ছিল ফাঁকা । যানবাহনে ছিল না কোন ভিড় । ভোগান্তি ছাড়াই লোকজন ফিরতে পেয়ে অনেকেই এবার স্বস্তি প্রকাশ করেছেন ।।
আরএমএ
আরও পড়ুন