ঢাকা, শুক্রবার   ২৪ অক্টোবর ২০২৫

কলারোয়ায় শুটারগান ও ৭ রাউন্ড গুলিসহ আটক ১

কলারোয়া সংবাদদাতা

প্রকাশিত : ১৬:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দেশিয় ওয়ান শুটারগান, ৭ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক হয়েছে। আটককৃতের নাম কামাল হোসেন (৩০)। সে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আবু সিদ্দিক এর ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, বৃহস্পতিবার(১৫সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্যারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কলারোয়া উপজেলার কিসমত-ইলিশপুর গ্রামস্থ মিস্ত্রীর মোড়ে জনৈক মুক্তার হোসেনের মুদি দোকানের সামনে সাতক্ষীরা হতে যশোরগামী মহাসড়কে চেকপোস্ট ডিউটি পরিচালনাকালীন সময়ে কামাল হোসেনের দেহ তল্লাসী চালিয়ে দেশিয় ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এসময় কামাল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি