ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ১৮তম বার্ষিকী আজ

প্রকাশিত : ১২:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ১৮তম বার্ষিকী আজ। বর্বর এই হত্যাযজ্ঞের বিচার শেষে ৩ জনের ফাঁসি কার্যকর করা হলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ৫ আসামী এখনও ধোরা ছোঁয়ার বাইরে। পলাতকদের মৃত্যুদণ্ড কার্যকরসহ কাজী আরেফের স্মৃতি রক্ষার দাবি স্বজনদের। ১৯৯৯ সালের ১৬ ফেব্র“য়ারি। দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় যোগ দিয়েছিলেন জাসদ নেতা কাজী আরেফ। সেসময় চরমপন্থী সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তার সঙ্গে নিহত হন জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, ইসরাইল হোসেন ও সমরেশ মণ্ডল। এ ঘটনায় দায়ের করা মামলায় বিচার শেষে গত বছরের ৭ জানুয়ারি ৩ জনের ফাঁসি কার্যকর করা হয়। তবে এখনও পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামি। এ নিয়ে নিহতের স্বজনদের সঙ্গে হতাশ প্রতিবেশীরাও। কাজী আরেফের স্মৃতি সংরক্ষণে কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। পলাতক খুনীদের গ্রেফতার করে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি  তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি