ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সংবিধান দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩২, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কনফারেন্স রুমে বাংলাদেশের সংবিধান দিবস এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল)বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ নভেম্বর) বিকেল ৪টায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক ৪ নভেম্বরে বাংলাদেশের সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার দিনটিকে বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ। তারই আলোকে নজরুল বিশ্ববিদ্যালয়েও এই দিনটি পালিত হয়েছে।

উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের কমিশনার মাহমুদ হাসান।

বক্তব্য প্রদানকালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি লার্নিং গেম পর্বে অনুপ্রেরণা দান করেন। সেই সাথে টেকসই উন্নয়ন চিন্তার ব্যাপারে শিক্ষার্থীদের আহ্বান করেন  চর্চায় থাকতে।

কেআই/   এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি