ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ১৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:১৬, ১৪ জানুয়ারি ২০১৯

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

বেতন সমন্বয় করায় গাজীপুর- সাভারের পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। আন্দোলনের মুখে মজুরি সমন্বয়ের পর সব কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে।

সোমবার সকাল থেকে কাজে যোগ দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শ্রমিকরা। একইসঙ্গে সন্তোষ প্রকাশ করেছে গার্মেন্ট কর্তৃপক্ষও।

মজুরি বৈষম্য নিরসনের দাবিতে সম্প্রতি রাজপথে নামেন তৈরি পোশাক শ্রমিকরা। সংঘর্ষ, ভাংচুর আর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গার্মেন্ট অধ্যুষিত এলাকাগুলোতে। এ অবস্থায় সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক হয়।

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে গতকাল রোববার নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। ৬টি গ্রেডে বেতন বেড়েছে সর্বোচ্চ ৫ হাজার ২৫৭ টাকা। আর সর্বনিন্ম ২ হাজার ৭০০ টাকা। নতুন কাঠামোতে চিকিৎসা ভাতা, বাড়িভাড়া বাড়ানো ছাড়াও ৫ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি