ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কাতারের আমিরের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দোহায় কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন। তার সাথে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তাদের এ সাক্ষাৎটি হয়েছে সোমবার।

তালেবান আফগানিস্তান দখলে নেয়ার পর দেশটির সংকট নিয়ে কথা বলতে তিনি দোহা সফরে আসেন। 

গত ১৫ আগস্ট তালেবানের কাবুল দখলের পর এ এলাকায় যুক্তরাষ্ট্রের কোন উচ্চ পদস্থ কর্মকর্তার এটিই প্রথম সফর। 

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠকে ব্লিংকেন মার্কিন নাগরিকদের সরিয়ে আনার বিষয়ে উপসাগরীয় এ দেশটির ব্যতিক্রমী সহযোগিতার জন্য এর শাসককে ধন্যবাদ জানান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, উভয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেছেন। 

তবে দোহায় ব্লিংকেন তালেবানের কোন প্রতিনিধির সাথে সাক্ষাত করেননি।

আফগানিস্তান থেকে সরিয়ে আনা ৫৫ হাজার লোককে প্রথমে কাতারে যুক্তরাষ্ট্রের বৃহৎ বিমান ঘাঁটিতে রাখা হয়। এটি সরিয়ে আনা মোট সংখ্যার প্রায় অর্ধেক। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি