ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

কাতারে ম্যাগাজিন ‘পরিবর্তন’ এর মোড়ক উন্মোচন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ১৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রবাসে মাতৃভাষা বাংলা ভাষা চর্চার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রথমবারের মত ‘বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন’ কাতার  আত্মপ্রকাশ এবং ‘পরিবর্তন’ নামের একটি ম্যাগাজিনের  মোড়ক উন্মোচন করা হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল হক।  

বিশেষ অতিথি ছিলেন,কাতার নিউজ এজেন্সির প্রধান সম্পাদক কাতারের নাগরিক মো. খালিদ আল-জিয়ারা।

মফিজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, প্রকাশনা উৎসবের আহ্বায়ক শাহাবুদ্দিন শামীম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা হাজারী, সদস্য ও এটিএন বাংলা কাতার প্রতিনিধি হারুনুর  রশিদ মৃধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী,  বাংলাদেশ স্কুল ও কলেজের উপাধ্যক্ষ মো. জুলফিকার আজাদ, এরাবিয়ান এক্সচেঞ্জ এর মহাব্যবস্থাপক নূরুল কবির চৌধুরী,  বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান এম. সাইফুল আলম প্রমুখ

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি