ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

কালকিনিতে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের প্রার্থীর মতবিনিময়

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৮, ২১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-মাদারীপুর সদর আংশিক) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি শাখা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মাদারীপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম আজিজুল হক বলেন,"দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।একটি সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে আমরা অঙ্গিকারাবদ্ধ। ইসলাম,দেশ ও মানবতার পক্ষে যারাই কাজ করবে,তাদের নিয়েই আমরা রাষ্ট্রকে গড়বো। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক হাত পাখা মার্কার সমর্থনে স্থানীয় জনগণ সহ সকল সাংবাদিকদের সহায়তা কামনা করি।"

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান সুমন, সহ-সভাপতি কেরামত আলী হাওলাদার, পৌর শাখার সভাপতি মুহাম্মাদ লুৎফর রহমান মুন্সি, সহ-সভাপতি ইলিয়াস শিকদার,সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তামীম হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাঈম ইসলাম, সহ-সভাপতি হাফেজ হুসাইন আহমাদ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরাফাত হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি