ঢাকা, সোমবার   ০৬ অক্টোবর ২০২৫

কালকিনিতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩২, ৬ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ঠেঙ্গামারা এলাকায় সাপের কামড়ে মোসা: রেশমা বেগম (৩৫) নামের এক গৃহবধূ মৃত্যুবরণ করেছেন। 

রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভিতরে কাজ করার সময় হঠাৎ তাকে সাপে কামড় দেয়। এরপর প্রাথমিকভাবে তাকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গৃহবধূ রেশমা ওই এলাকার শিমুল বেপারীর স্ত্রী। তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। গৃহবধূর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি