ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কুমিল্লায় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ গৃহপরিচারিকাকে উদ্ধার

প্রকাশিত : ০৯:৩৭, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ০৯:৩৭, ২৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মৌলভিবাড়ী মসজিদ এলাকা থেকে ইভা নামের গৃহপরিচারিকাকে উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ভর্তি করা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর পলাতক রয়েছে গৃহকর্তা।  অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। সারা শরীরে আঘাতের চিহ্ন নিয়ে এভাবেই  হাসপাতালের বিছানায় ছটফাট করেছে ছোট্ট ইভা।  চোখে মুখে আতংক। জানে না কি তার অপরাধ। কি কারনে চালানো হলো নির্যাতন। দেবিদ্বারের প্রজাপতি এলাকার মাহাবুবর রহমান ও রোমানা আক্তার পলি দম্পতির এই বাসায় কাজ করত ইভা। কারণে অকারণে তাকে মারধর করা হত। প্রায়ই ইভার আর্তচিৎকার কানে যেত প্রতিবেশীদের। বিষয়টি পুলিশকে জানানোর পর গতকাল মৌলভিবাড়ী মসজিদ এলাকার এই ভবনের তিন তলা থেকে উদ্ধার করা হয় ইভাকে। পরে চিকিৎসার জন্য ভর্তি করা হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী এলাকাবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি