ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

কুয়াকাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৮, ২৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

কুয়াকাটায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম ওবায়দুল্লাহ। মঙ্গলবার দুপুরের দিকে কুয়াকাটা এলাকার দোভাষীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওবায়দুল্লাহ দোভাষীপাড়া গ্রামের মো. ইব্রাহিম মুসুল্লীর সন্তান। 

নিহতের চাচা রাসেল জানান, ঘূর্ণিঝড় পরবর্তি সকালে পরিবারের সকলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। এর কোন এক সময় শিশুটি সবার অগোচরে ঘরে বাইরে নেমে গেলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরের দিকে বাড়ির পুকুরে মৃত অবস্থায় ভেসে ওঠে। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডা. হাসিবুল ইসলাম নাহিদ জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি