ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার রাতে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব আরবান এন্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক) এর ফল প্রকাশ করা হয় ।

আগামী ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনা করে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই এই ফল প্রকাশ করা হলো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর নির্ধারিত সময়ের আগেই এ ফল প্রকাশ করতে পারায় শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আগামী ২৫ নভেম্বর ২০১৭ তারিখ শনিবার থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হবে।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত জানতে লগইন করতে পারেন  (www.kuet.ac.bd)  এই ঠিকানায়।

/ এম / এআর

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি