ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

কোটা আন্দোলনকারীদের ফ্রি আইনি সহায়তা দিচ্ছেন ২০ আইনজীবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গ্রেফতার ও হয়রানির শিকার কোটা সংস্কার আন্দোলনকারী নেতাদের বিনামূল্য আইনি সহায়তা দিচ্ছেন সুপ্রিম কোর্টের ২০ আইনজীবী। তারা কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে বা যেসব মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে সেসব বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। তাদর জামিনের ব্যবস্থাসহ সব ধরনের আইনি সহায়তা দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

এবিষয় তিনি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দুপুরে ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট আরিফুল হক, অ্যাডভোকেট জিয়া ও আমিসহ সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবী শাহবাগ থানায় গিয়েছিলাম। কোটা সংস্কার আন্দোলনকারীদের কারা কারা থানায় আটক আছে সে বিষয়ে খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করেছি। থানার কর্মকর্তাদের থেকে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করেছি।

 তিনি জানান, ‘আমরা শাহবাগ থানার কোর্ট সেকশন (জিআর) থেকে কিছু তথ্য নিলাম। সেই তথ্য অনুসারে, আন্দোলনকারীদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৫টি মামলা করা হয়েছে। এই ৫টি মামলার মধ্যে শুধু রাশেদের মামলাটি আমাদের কাছে আছে। বাকি ৪টি মামলার কোথায় কী অবস্থা সে বিষয়ে এখনও কাগজপত্র হাতে পাইনি। তাদের কাগজপত্র হাতে পেলে আমরা তাদের পক্ষেও কাজ শুরু করবো।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘২ জুলাই থেকেই আমরা রাশেদকে আইনি সহায়তা দিয়ে আসছি। ওইদিন আমরা (সুপ্রিম কোর্টের ২০ আইনজীবী) তার পক্ষে শুনানি করেছি। আদালত তাকে ৫ দিনের রিমান্ড দিয়েছে। রিমান্ড শেষে আমরা তার জামিন চেয়ে আবেদন জানাবো।

প্রসঙ্গত, গত ১ জুলাই সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয় বাদী হয়ে শাহাবাগ থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। এজাহারে আল-নাহিয়ান খান জয় বলেন, রাশেদ খান ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। এছাড়া ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিল। রাশেদ নিজে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তাকে তুলে নেওয়া হচ্ছে বলে দাবি করেন। এরূপ বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করায় জনমনে ভীতি সৃষ্টি হয়েছে।

 টিআর/ এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি