ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ক্লাশ শুরুর দিনেই শিক্ষার্থীদের নতুন বই দেয়ার কার্যক্রম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ১ জুলাই ২০১৭ | আপডেট: ২০:২২, ২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীর ক্লাশ শুরুর দিনেই শিক্ষার্থীদের নতুন বই দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাজধানীতে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। আধুনিক ও উন্নত দেশ গড়তে বিশ্বমানের প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হবার আহ্বান জানান তিনি।
জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি অডিটোরিয়ামে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের আরো অবদান রাখার তাগিদ দেন তিনি। পাশাপাশি জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদক রোধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন।
দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে ঐতিহ্যবাহি ঢাকা কলেজে একাদশ শ্রেণীর নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীবরণ উৎসবের মধ্য দিয়ে ক্লাশ শুরুর কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি