ক্ষমতা ধরে রাখতে রোহিঙ্গাদের জন্য কিছু করেনি হাসিনা: শামা ওবায়েদ
প্রকাশিত : ২২:০৬, ৪ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা নিজের গদি টিকিয়ে রাখতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে আঁতাত করে রোহিঙ্গাদের জন্য কিছু করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা ওলামা দলের উপজেলা ও পৌর কমিটির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বিএনপির সময় যখন রোহিঙ্গারা আশ্রয় নিয়েছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া বিশ্বের বিভিন্ন দেশের সাথে কথা বলে রোহিঙ্গাদের সম্মানের সাথে তাদের দেশে ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা নিজের গদি টিকিয়ে রাখতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে আঁতাত করে রোহিঙ্গাদের জন্য কিছু করেনি।
তিনি বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় আসবে ও সরকারে থাকবে তখন এই রোহিঙ্গা সমস্যার সমাধানও হবে।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আলেম সমাজকে আরও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আলেমরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
নগরকান্দা উপজেলা ও পৌর ওলামা দলের উদ্যোগে কর্মী সম্মেলনে ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোঃ ইসলাম মোল্লার সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসএস//
আরও পড়ুন