ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

‘খবরদার, আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ১ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৮:২৩, ১ অক্টোবর ২০২৪

সোহানা সাবা এবং মেহের আফরোজ শাওনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যা তাদের বাস্তবজীবন কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিতে স্পষ্ট। সোশ্যাল মিডিয়ার তাদের কর্মকাণ্ড উপভোগও করেন নেটিজেনরা। এবার সোহানা সাবাকে হুঁশিয়ার করলেন অভিনেত্রী শাওন। বললেন “খবরদার, আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না”। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের পুরনো কিছু স্ট্যাটাস নতুন করে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে । এমনই একটি পোস্ট নিজ টাইমলাইনে শেয়ার করে সাবা ক্যাপশনে লিখেছেন ‘আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি তার ফ্যানগার্ল।’ 

শাওন তাতে মন্তব্য করে হুঁশিয়ার করেছেন সোহানা সাবাকে। তাকে উদ্দেশ্য করে  শাওন লিখেছেন, ‘আমার মেয়ের জামাইয়ের দিকে চোখ দিবি না, খবরদার।’ এ মন্তব্যে অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন সোহানা সাবা। লিখেছেন, ‘আপু, আমি স্যারের ফ্যানগার্ল মাত্র।’

তাদের এই হাস্যরসাত্মক মন্তব্য নেটিজেনরাও বেশ উপভোগ করছেন।

প্রসঙ্গত, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। আর লেখকের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদের স্বামী হচ্ছে ড. আসিফ নজরুল। সেদিক থেকে সম্পর্কে অভিনেত্রী শাওনের মেয়ের জামাই হন তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি