ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৮:০১, ৩০ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

‎বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেখানে সমাধিস্থ করা হবে সে জায়গাটি পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম।

‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শনে আসেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়ার কবর খোঁড়ার সবশেষ অবস্থা পরিদর্শন করেন। কবরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বেরিয়ে যান তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা।

উল্লেখ্য, ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই মহীয়সী নারী। 

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি