ঢাকা, বৃহস্পতিবার   ২৩ অক্টোবর ২০২৫

খুলনায় গৃহবধূ খুন, স্বামী আটক

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৭, ২৩ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকালে সবুজ পল্লী এলাকার ৪ নম্বর কাশেম সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম ডলি বেগম (৪৫)। তিনি স্থানীয় মোঃ নাজমুল হাসান মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সকালে স্বামী নাজমুল হাসান মোল্লা ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় ডলিকে দেখতে পান।

এসময় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক স্বামীকে ধরে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং খবর দেয় পুলিশকে। পরে পুলিশ এসে তাকে আটক করে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি