খুলনায় ধানের শীষে মনোনয়ন পেলেন বিএনপির পাঁচ প্রার্থী
প্রকাশিত : ২৩:০১, ৩ নভেম্বর ২০২৫
				
					ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। খুলনার ছয়টির আসনের মধ্যে ৫টি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়। শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।
খুলনার পাঁচটি আসনে ঘোষিত প্রার্থীরা হলেন : খুলনা-২ আসনে মহানগর বিএনপি’র সাবেক সভাপতি প্রাক্তন সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে বিসিবি’র সাবেক সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য মুহাম্মদ আলী আসগার লবি ও খুলনা-৬ আসনে খুলনা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
দলীয় প্রার্থী ঘোষণার পর দলের বিপুল সংখ্যক নেতাকর্মী-সমার্থক নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে যান উচ্ছ্বাস প্রকাশ করতে। সেখানে জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর অনুসারীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরুল ইসলাম মঞ্জু, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলালের অনুসারীরা কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দঘন মন্তব্য করে ‘ধানের শীষ’প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।
এমআর//
আরও পড়ুন
				        
				    









