ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাশিপের নতুন কমিটি

প্রকাশিত : ১৭:৪০, ১৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

খুলনা বিশ্ববিদ্যালয় ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ` (স্বাশিপ)-এর কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও অদম্য বাংলায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যাত্রা শুরু করেছে।

স্বাশিপ-এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গত (১৬ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসুদন দত্ত অতিথি ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড.মোসাম্মৎ হোসনে আরা সভাপতি এবং ফার্মেসি ডিসিপ্লিনের অধ্যাপক আশীষ কুমার দাস সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।  

নবনির্বাচিত সভাপতি ড. মোসাম্মৎ হোসনে আরা বলেন,‘এটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শিক্ষক সংগঠন, যারা স্বাধীনতার চেতনাকে বুকে লালন করে। আমরা গণতন্ত্রের চর্চা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই। এজন্য তিনি সবার সহযোগিতাও কামনা করেন।

১৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যরা হলেন,সহ-সভাপতি ড. মো.ওয়ালিউল হাসানাত অধ্যাপক আইন ডিসিপ্লিন, সহ-সাধারণ সম্পাদক ড. মো. দুলাল হোসাইন সহযোগী অধ্যাপক বাংলা ডিসিপ্লিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সহযোগী অধ্যাপক ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন, কোষাধ্যক্ষ  ড. মো. মনিরুজ্জামান অধ্যাপক ইসিই  ডিসিপ্লিন, দপ্তর সম্পাদক তালুকদার রাসেল মাহমুদ সহকারি অধ্যাপক আইন ডিসিপ্লিন, প্রচার সম্পাদক এস.এম.আব্দুল্লাহ্ আল মামুন সহযোগী অধ্যাপক এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মো. শামীম আখতার সহযোগী অধ্যাপক বিজিই ডিসিপ্লিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কারিমুল হক সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন।

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হন হাফিজ আহমেদ সহকারী অধ্যাপক ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন,  জয়ন্তী রায় সহকারী অধ্যাপক এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন, মো. আমিনুল ইসলাম সহকারী অধ্যাপক ভাস্কর্য ডিসিপ্লিন, মো. মিনহাজুল আবেদীন সহকারি অধ্যাপক পরিসংখ্যান ডিসিপ্লিন, নিশাত তারান্নুম সহকারী অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং মো. মারুফ বিল্লাহ প্রভাষক এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি