ঢাকা, মঙ্গলবার   ১৪ অক্টোবর ২০২৫

গণঅধিকার পরিষদ নেতা আব্দুর রহমানকে অপহরণের চেষ্টা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমানকে অপহরণের চেষ্টাকালে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের বড়বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক রবিন হোসাইন। তিনি জানান,  গণঅধিকার পরিষদ থেকে মনোনীত গাজীপুর- ৬ আসনের এমপি প্রার্থী আব্দুর রহমান রাতে বাসায় ফেরার পথে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্বৃত্তরা তাকে অপহরণের চেষ্টা চালায়। তাকে জোরপূর্বক একটি হায়েস গাড়িতে উঠানোর চেষ্টা করা হয়েছিল। তিনি গাড়িতে না চাইলে তাকে টেনে হিচড়ে নিয়ে যায়। 

এক পর্যায়ের আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে দিয়ে হায়েস গাড়িটি দ্রুত গতিতে চলে যায়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, আহত অবস্থায় গণঅধিকার পরিষদের নেতা আব্দুর রহমানকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি