ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ২৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জুয়েল মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে আনুমানিক ৪/৫ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ফলিয়া ব্রিজ এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জুয়েল মিয়া সদর উপজেলার ব্রিজ রোড মিস্ত্রি পাড়া এলাকার মৃত নছিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল মিয়া তার এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল। বৃহিস্পতবার জুয়েল মিয়া ইফতার সামগ্রী কেনার জন্য ব্রিজ রোড বাজারে যাওয়ার পর থেকে তার সঙ্গে পরিবারের আর যোগাযোগ হয়নি। পরে শুক্রবার ভোররাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার নিহত হওয়ার খবর পাওয়া যায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি