ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় যাত্রীবাহী নৈশকোচ সাইফুল মিয়ার (৪০) ও চাদনি আক্তার (১০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ধাপেরহাটের আরভি কোল্ড স্টোর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

নিহত সাইফুল মিয়ার বাড়ি পঞ্চগড় জেলায়। তিনি কোচের চালক ছিলেন। এছাড়া নিহত চাদনি আক্তার (১০) সরফরাজের মেয়ে। সে তার মায়ের সঙ্গে সৈয়দপুরে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরগামী অপু এন্টারপ্রাইজ যাত্রীবাহী কোচ উপজেলার ধাপেরহাটের আরভি কোল্ডস্টোর এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়া দুর্ঘটনায় কবলিত কোচটি উদ্ধার করেছে পুলিশ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি