ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০ হাজার ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ৭ নভেম্বর ২০২৩ | আপডেট: ০৯:৫৪, ৭ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেলরাতের বিমান হামলায় অন্তত ২শ’ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনেকে চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপে। 

গাজায় এ পর্যন্ত নিহত বেড়ে ১০ হাজার ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চার হাজার ১০৪ শিশু ও দুই হাজার ৬৪১ নারী। সোমবার (৬ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জাতিসংঘ জানিয়েছে, গাজা দুই অংশে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পশ্চিম তীরে চলে গেছেন প্রায় পাঁচ হাজার বাসিন্দা। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার আল-শিফা হাসপাতাল প্রায় বন্ধের পথে। একমাত্র বিশেষায়িত মানসিক স্বাস্থ্যকেন্দ্রটিও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। 

এদিকে, হামাসের আল-কাসাম ব্রিগেড বলছে, গাজার তিনটি স্থানে ইসরায়েলি সেনাদের সঙ্গে যুদ্ধ করছে তাদের যোদ্ধারা। 
  
গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় বিমান হামলা শুরু করে। সেই থেকে হামলা চলছেই। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর তৎপরতা বেড়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি