ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান মাক্রোঁর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ১১ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি।

ইমানুয়েল মাক্রোঁ বলেন, এ ধরনের হামলা চালানোর ‘কোন যুক্তি নেই’ এবং মৃত্যু ‘অসন্তোষ’ সৃষ্টি করে।

তিনি বলেন, ‘৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের নিজেদেরকে রক্ষা করার অধিকার রয়েছে। কিন্তু ইসরায়েলের ব্যাপক পাল্টা হামলায় ‘শিশু, মহিলা ও বয়স্ক মানুষ নিহত হচ্ছে। এর কোন কারণ নেই এবং কোন বৈধতা নেই। তাই আমরা ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

মাক্রোঁ বলেন, ফ্রান্স ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের ইসরায়েলে নজিরবিহীন আন্ত:সীমান্ত হামলার ‘কঠোর ভাষায় নিন্দা’ জানিয়েছে।

এদিকে ইসরায়েল বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায়  ১,২০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামলা চালানোর সময় হামাস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করে।

অপরদিকে, গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান ও স্থল হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি