ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ: ট্রেনচালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ২৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৮:০৮, ২৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরের বক্তারপুর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রেনের সহকারী চালক নিহত হয়েছেন।  আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। নিহত নূর আলম শরীফ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শশা গ্রামের মমিন শরীফের ছেলে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর ইব্রাহিম চৌধুরী জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস কালিয়াকৈর উপজেলার বক্তারপুর রেলক্রসিংয়ে পৌঁছলে রয়েল গ্রুপের একটি বিকল ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এবং ঘটনাস্থলেই ট্রেনের সহকারী চালক মারা যান।

পরবর্তীতে  ইঞ্জিনের সঙ্গে ৪টি বগি নিয়ে ট্রেনটি খাড়াজোড়া এলাকায় গিয়ে পৌঁছে এবং অপর ৭টি বগি ঘটনাস্থলে রয়েছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধার করে রতনপুর এলাকায় মৌচাক স্টেশনে রাখা হচ্ছে।

একে//এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি