গাজীপুরে মহাসড়কে ভিড় থাকলেও নেই দুর্ভোগ
প্রকাশিত : ১১:১০, ১৪ জুলাই ২০২২

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের উপস্থিতি রয়েছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। তবে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় থাকলেও নেই কোন ভোগান্তি ও দুভোর্গ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) গাজীপুর মহাসড়কে যানবাহনের বেশ ভালো চাপ লক্ষ্য করা গেছে। এই দিন ভোর থেকেই অনেকে স্বজন পরিজন নিয়ে নিজ কর্মস্থলে পথে ছুটছেন।
বিভিন্ন স্থানে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। সেই জন্য স্বাভাবিক গতিতে চলছে সব যানবাহন।
তাই অনেকটা নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন। যার ফলে দুর্ভোগ ছাড়া কর্মস্থলে ফিরতে পেরে খুশি যাত্রীরাও।
আরএমএ
আরও পড়ুন