ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

গুলিস্তান পার্কে অস্থায়ীভাবে হকার বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ১৮:৩৯, ২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৯, ২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

গুলিস্তান পার্কে অস্থায়ীভাবে হকার বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। সকালে মানববন্ধনে বক্তারা বলেন, এর ফলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়বে। ঢাকা শহরে এরইমধ্যে বেশ কিছু পার্ক ও খেলার মাঠ দখল হয়ে গেছে উল্লেখ করে বক্তারা বলেন, দিন দিন বিনোদনের ক্ষেত্র কমে যাচ্ছে। কর্তৃপক্ষকে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসারও আহ্বান জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি