গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত চালক
প্রকাশিত : ১২:০৬, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ১৩:৫০, ১৬ জুলাই ২০২৫

এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ওই গাড়ির চালক।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।
ইউএনও বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক কর্তৃক সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কংসুর বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। আমরা নিরাপত্তার বিষয়টি দেখার জন্য ওখানে গিয়েছিলাম। এর আগে পুলিশের গাড়ি পুড়িয়েছে। মূলত, ওইটা দেখতে গিয়েছিলাম আমরা এবং ককটেল বিস্ফোরণ হয়েছিল। সেখানে পুলিশের সাথে কথা বলতে গিয়েছিলাম।
ওখান থেকে ফেরার পথে তার গাড়ি বহরের ওপর হামলা করা হয় বলে জানান মি. হাসান।
ঘটনার সময় রকিবুল হাসানের সাথে একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন। কিন্তু তিনি ও ম্যাজিস্ট্রেটের কোনও শারীরিক ক্ষতি না হলেও গাড়ির চালক "সামান্য আহত" হয়েছেন ।
এর আগে সকালের দিকে এনসিপি কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন লাগায় ও ভাঙচুর করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে বিভিন্ন স্থানে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে বেড়িকেট সৃষ্টি করেছে স্থানীয় আওয়ামী লীগ।
এনসিপি প্রতিনিধি দল বরিশাল থেকে কোটালীপাড়া সড়ক হয়ে গোপালগঞ্জ আসবে এই খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ আজ সকাল থেকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গাছ কেটে যান চলাচল বন্ধ করে দেয় এবং কাঠি বাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এএইচ
আরও পড়ুন