ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ৩০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:১০, ৩০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঘন কুয়াশার কারণে সদরঘাট থেকে বরিশালগামী এমভি গ্রীন লাইন ও এমভি গাজীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সকাল ৮ টায় সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমভি গ্রীন লাইন। সকাল ৯টার দিকে পাগলার কাছাকাছি গেলে সেখানে গ্রীন লাইনকে পেছন থেকে ধাক্কা দেয় এমভি গাজী। তবে এতে কেউ হতাহত হয়নি।

দুর্ঘটনার পরপরই অন্য একটি জাহাজ এসে দুর্ঘটনা কবলিত যাত্রীদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

 

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি