ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ঘেরে মাছ চুরি দেখে ফেলায় পাহারাদারকে হত্যা, আটক ১

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২২

বাগেরহাটে ঘেরে মাছ চুরি দেখে ফেলায় পাহারাদার আব্দুর রাজ্জাক (৪৫)কে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর নিহতের মরদেহ খালে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ঘের মালিকের ভাগ্নেকে আটক করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর দুপুরে বাগেরহাট মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান।

এর আগে মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে জড়িত ঘের মালিক শওকত আলীর ভাগ্নে আব্দুল্লাহ হাওলাদার (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মাছ চুরি দেখে ফেলায় ঘেরের পাহারাদারকে খুন করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।

সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রামে শওকত আলীর ঘেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে উপজেলার কুচিবগা খাল থেকে স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

নিহত আব্দুর রাজ্জাক শেখ বিষ্ণুপুর ইউনিয়নের কোয়েখা গ্রামের রুস্তম আলী শেখের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান বলেন, আব্দুল্লাহ জাল দিয়ে মাছ চুরির সময় রাজ্জাকের হাতে ধরা পড়েন। তাকে ধরে ঘের মালিকের কাছে নিয়ে আসতে চাইলে সে রাজ্জাককে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে খালে ভাসিয়ে দেয়। 

আব্দুল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরপূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি