ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

চকবাজার অগ্নিকাণ্ড : তুরস্কের প্রেসিডেন্টের শোক

প্রকাশিত : ০৯:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পাশাপাশি ওই ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক ও সমবেদনা জানান। 

ঢাকাস্থ তুরস্ক দূতাবাস এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টার এই অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জনের প্রাণহানি ঘটে। দগ্ধ ও আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ৪১ জন।

ভয়াবহ ওই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি