ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে ২৭ কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে ২৭ কেজি গাঁজাসহ মো. মনির (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসোমবার সকালে নগরীর চকবাজার থানার কাঁচাবাজার সংলগ্ন কুজারাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়

আটক মনির পুলিশের তালিকাভুক্ত গাঁজা বিক্রেতা বলে জানিয়েছেন অধিদফতরের কর্মকর্তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে মনিরের বাসায় অভিযান চালানো হয়। সেখানে বস্তা ভর্তি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে চকবাজার থানায় মামলা করা হয়েছে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি