ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

চবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, দ্বিতীয় দিনেও শাটল ট্রেন বন্ধ

প্রকাশিত : ১১:০০, ৮ এপ্রিল ২০১৯ | আপডেট: ১১:০১, ৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয় রুটে কোনো ট্রেন চলাচল করেনি। ফলে শিক্ষার্থী না যাওয়ায় বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে আছে।

চট্টগ্রাম স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ে ঝামেলার কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ছাত্রলীগের দ্বিতীয় দিনের অবরোধে সকাল থেকে কোনো শাটল ট্রেন শহর থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।



সম্প্রতি অস্ত্র মামলায় কারাগারে থাকা ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার, ২০১৫ সাল থেকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ওসির প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

এদিকে আন্দোলনকারীদের বাধার মুখে রবিবার ( ৭ এপ্রিল) সকাল থেকে ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে পারেনি। বন্ধ রয়েছে ক্যাম্পাসে রিকশা ও সিএনজি চলাচলও।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি