ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

চবিতে ছাত্রলীগের মোটরবাইক শোডাউন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জয় অব্যাহত রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় শতাধিক মোটরবাইক নিয়ে শোডাউন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এতে প্রায় দুই’শ এর অধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।      

রোববার দুপুর ১ টায় মোটরবাইক শোডাউনটি চবি রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে শহীদ মিনার, প্রশাসনিক ভবন, প্রক্টর অফিস, কেন্দ্রীয় লাইব্রেরি, চাকসু ভবন এবং বিভিন্ন একাডেমিক ভবন প্রদক্ষিণ করে ১নং রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।     

শোডাউন শেষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য সুজয় বড়ুয়া এবং সাবেক সদস্য জে এস সোমেন দত্ত বক্তব্য রাখেন।

সুজয় বড়ুয়া বলেন, চবি ছাত্রলীগ শোভন- রাব্বানী ভাইয়ের নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াত শিবিরের সকল ষড়যন্ত্র মোকাবেলা ও প্রতিহত করতে প্রস্তুত।

জে এস সোমেন দত্ত বলেন, চবি ছাত্রলীগ বিএনপি জামায়াত শিবির এবং ছাত্রলীগের ভেতর ঘাপটি মেরে বসে থাকা জামায়াত শিবিরের প্রেতাত্মাদের সকল নীল-নকশা ভেঙে দিতে প্রস্তুত।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল,সাবেক ছাত্রলীগ নেতা কাজী নজরুল ইসলাম (রিয়াজ), নাইমুল হাসান, রিহাত, রায়হান, তানজীম, দেলোয়ার, আলতাফ হোসেন, আরিফ, রানা, তানভীর, সৌরজিৎ, রায়হান-২, রাকিবুল হাসান বাবু, গিয়াস,শফিক, ওয়াহিদ প্রমুখ। 

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি