ঢাকা, বৃহস্পতিবার   ০৪ ডিসেম্বর ২০২৫

চাকরি প্রত্যাশীদের অর্থ লেনদেন বিষয়ে সতর্কতা ইউজিসি’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র ৯ম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা ৫, ৬ ও ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে। 

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সতর্ক করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ইউজিসি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্ক করা হয়েছে।

ইউজিসি জানিয়েছে, অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। তাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী এবং তাদের অভিভাবকদের চাকরি পাওয়ার প্রলোভনে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, এ ধরনের অনৈতিক ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে এর দায়ভার কোনোভাবেই ইউজিসি নিবে না। পাশাপাশি এ সংক্রান্ত কোনো তথ্য জানা গেলে আইন-শৃঙ্খলা বাহিনী অথবা ইউজিসিকে তাৎক্ষণিকভাবে অবহিত করার অনুরোধ করা হলো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি