ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

চারদিনেও মেলেনি কুড়িয়ে পাওয়া শিশুটির পরিচয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে চারদিন পার হলেও কুড়িয়ে পাওয়া অজ্ঞাত শিশুটির পরিচয় পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির ছবি পোস্ট করে প্রকৃত অভিভাবকে খুঁজছে মিরসরাই থানা পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ৮ থেকে ৯ মাস। 

গত বৃহস্পতিবার বড়তাকিয়া জাহেদিয়া মাজারের সামনে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক মহিলা শিশুটিকে রেখে চলে যান। শিশুটির কান্না শুনে উৎসুক জনতার ভীড় জমে ঘটনাস্থলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি একজন নারীর কোলে ছিল। ওই নারী আচরণে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছিল। পরে তিনি শিশুটিকে শাহ জাহেদ জামে মসজিদের সামনে বাসস্ট্যান্ডে রেখে চলে যান। এসময় শিশুটিকে মসজিদের মুয়াজ্জিন জাহেদুল ইসলামের তত্ত্বাবধানে রাখেন স্থানীয় লোকজন। 

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে অবগত করা হলে তিনি মিরসরাই থানায় খবর দেন। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে তার অভিভাবকের খোঁজ করেন। কিন্তু ঘটনার চারদিন পার হলেও অজ্ঞাত শিশুটির অভিভাবকের কোনো খোঁজ মেলেনি। 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, উদ্ধারকৃত শিশুটিকে দেখে ভালো পরিবারের বলে মনে হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারীর কাছে কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির পরিচয় পেলে জরুরি ভিত্তিতে তারা যেন মিরসরাই থানায় যোগাযোগ করেন, এই আহ্বান জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি