চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ
প্রকাশিত : ১৩:০০, ২ ডিসেম্বর ২০২৫
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তাঁর চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ তার।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতাল গেইটে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, ‘সবার দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।’
খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি করে রাখা হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় গত রাত থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না।
এএইচ
আরও পড়ুন










