ঢাকা, সোমবার   ১৩ অক্টোবর ২০২৫

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে ৬ জনের মৃত্যু, অসুস্থ আরও ৩ জন 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৪, ১৩ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন মিলে মদ (স্পিরিট) পান করেন। এরপর শনিবার থেকে একে একে পাঁচজনের মৃত্যু হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। 

রোববার সন্ধ্যার পর ঘটনা জানাজানি হলে মধ্যরাত অবধি অসুস্থদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাসি করে পুলিশ। 

মৃতরা হলেন- সদর উপজেলার নফরকান্দি গ্রামের খেদের আলী, খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী সেলিম, পিরোজখালির ভ্যানচালক লালটু, শংকরচন্দ্র গ্রামের শ্রমিক শহীদ, ডিঙ্গেদহ গ্রামের মিলশ্রমিক সামির এবং এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার শ্রমিক লালটু।
 
মারা যাওয়া সবাই নিম্নআয়ের পেশাজীবী। 

স্থানীয়দের অভিযোগ ডিঙ্গেদহ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্রি হলেও প্রশাসনের কার্যকর নজরদারি নেই। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি