ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ১৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার রাতে জেলার জীবননগর উপজেলার উথলী ভূমি অফিসের পাশে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে গাংনী রায়পুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য হাসান আলীকে (২৮) গ্রেফতার করা হয়

জীবননগর থানার ওসি এনামুল হক জানান, এদিন জীবননগর থানা পুলিশের এসআই শামসুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে হাসান আলীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় শাটারগান উদ্ধার করা হয়।

তিনি বলেন, জীবননগর থানায় হাসানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তার নামে গাংনী থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি