চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা
প্রকাশিত : ১৭:১৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উথলী ব্রিজ মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)। তারা স্থানীয় বড় মসজিদপাড়ার মৃত ক্ষুদে মণ্ডলের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন বিশ্বাস জানান, সকালে কৃষিকাজ করতে মাঠে গেলে ৮-১০ জন সশস্ত্র লোক লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক ওয়াহেদ আশরাফ রবিন জানান, চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা এবং পরে মিন্টা মারা যান।
মরদেহ ময়নাতদন্ত শেষে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এসএস//
আরও পড়ুন